বাংলাদেশের খবর

আপডেট : ০৬ জুন ২০১৮

কুমিল্লায় সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লায় সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি


জেলার কোটবাড়ী গন্ধমতি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে পড়ে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। গত সোমবার রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ বাগমারার প্রবাসী মামুন ভূঁইয়ার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমরান হোসাইন চান্দিনা উপজেলার জিরবাইশ গ্রামের ফারুক হোসেনের ছেলে। ফারুক তার পরিবার নিয়ে কোটবাড়ীর দক্ষিণ বাগমারার সিটি কলেজের পেছনে জরিনা মঞ্জিলে থাকেন।

নিহতের বাবা ফারুক জানান, আমার স্ত্রী হালিমা বেগম প্রবাসী মামুন ভূঁইয়ার নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিকদের রান্নার কাজ করেন। কাজের সময় প্রতিদিন ইমরানকেও সঙ্গে নিয়ে যান। সোমবার বিকালেও ইমরানকে সঙ্গে নিয়ে গেলে কিছুক্ষণ পর তাকে কাছে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে রাতে ইমরানের মরদেহ উদ্ধার করা হয়। সেপটিক ট্যাঙ্কটির ঢাকনা খোলা ছিল বলে জানান তিনি।

সদর দক্ষিণ কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাহিদ আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে নিহত হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজল খান জানান, সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খোলা থাকায় শিশুটি খেলতে গিয়ে পড়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১