বাংলাদেশের খবর

আপডেট : ০৭ জুন ২০১৮

মন্ত্রিসভায় বাজেট অনুমোদন

প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ছবি সংরক্ষিত


আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের বাজেট এটি। একইসঙ্গে সম্পূরক অর্থবিল ২০১৮ এর অনুমোদনও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটি হবে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট। আজ জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১