বাংলাদেশের খবর

আপডেট : ০৭ জুন ২০১৮

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ কৃষি ও পল্লী উন্নয়ন খাতে

সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে সংরক্ষিত ছবি


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৮ হাজার ৯২৮ কোটি টাকা। আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে শিক্ষা খাতে। এই খাতে বরাদ্দের পরিমান ৫৩ হাজার ৫৪ কোটি টাকা। 

অর্থমন্ত্রী যে দু’টি খাতে সর্বোচ্চ বরাদ্দের কথা জানিয়েছেন সেগুলো আলাদা মন্ত্রণালয়ের অধীনে। এর একটি হচ্ছে কৃষি মন্ত্রণালয়। অন্যটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত।

এদিকে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ও এখন তিনটি অংশে বিভক্ত। এগুলো হলো– প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের পঞ্চম বাজেট এটি। বৃহস্পতিবার দুপুর ১টায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটির বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্য ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১