বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুন ২০১৮

সরকারি অনুদান পেল ৫ চলচ্চিত্র

অনুদান পেয়েছে গাজী রাকায়েতের ‘গোর’


২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত নির্মাতাদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্ত নির্মাতাদের নাম প্রকাশ করা হয়েছে। এ বছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সরকারি অনুদান পেয়েছে ৫টি চলচ্চিত্র। সে অনুযায়ী ৫ জন নির্মাতা পাবেন ২ কোটি ৮০ লাখ টাকার অনুদান।

এ বছর শিশুতোষ চলচ্চিত্র বিভাগে মানিক মানবিকের ‘আজব ছেলে’, প্রামাণ্যচিত্র বিভাগে সৈয়দা রুবাইয়াত হোসেনের ‘অবলম্বন’ পেয়েছে যথাক্রমে ৬০ লাখ ও ৪০ লাখ টাকা। অন্যদিকে গাজী রাকায়েতের ‘গোর’, সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ এবং রহিমা বেগমের ‘অলাতচক্র’ প্রতিটি ছবি নির্মাণের জন্য দেওয়া হবে আলাদাভাবে ৬০ লাখ টাকার অনুদান।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা দেওয়ার উদ্দেশ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ অনুদানের তালিকা প্রণয়ন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১