বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুন ২০১৮

এটা নির্বাচনী বাজেট সংসদে রওশন এরশাদ

সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংগৃহীত ছবি


জাতীয় সংসদে উত্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, এবারের বাজেট গতানুগতিক। এটাকে নির্বাচনী বাজেট বলা যেতে পারে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সংসদ লবিতে এক প্রতিক্রিয়ায় রওশন এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, প্রত্যেক সরকার প্রত্যেক বছরই বাজেট দেয়, এবারো দেওয়া হয়েছে। অনেক সময় অনেক প্রকল্প নেওয়া হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। এবারের বাজেট নিয়ে আমরা আশান্বিত, দেখা যাক কতটুকু জনকল্যাণ হয়। এবার আমরা আশা করছি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সুযোগ সৃষ্টি হবে। জনগণের প্রত্যাশা পূরণ হবে। এখন কতটুকু পূরণ হবে সেটা দেখার বিষয়।

রওশন এরশাদ আরো বলেন, বিগত ৫ বছর যাবৎ মাদকের বিরুদ্ধে কথা বলছি। এখন এর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এটা আরো আগে শুরু হলে এত ক্ষতি হতো না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১