বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুন ২০১৮

এই দিনে

দিয়াশলাই সংরক্ষিত ছবি


৬৩২ : মহানবী হজরত মোহাম্মদ (সা.) মদিনায় ইন্তেকাল করেন। 

১৭০০ : ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।

১৮০৯ : ব্রিটেনের লেখক ও দার্শনিক থমাস পাইনের মৃত্যু।

১৮৩০ : জার্মানির বিজ্ঞানী কামবোর্জ দিয়াশলাই আবিষ্কার করেন।

১৯৪৮ : ভারত ও ব্রিটেনের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।

১৯৪৯ : শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। 

১৯৫৯ : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করে।

১৯৬৮ : বারমুডার সংবিধান গৃহীত হয়।

২০০২ : বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।

 

দিয়াশলাই

দিয়াশলাইয়ের ইংরেজি প্রতিশব্দ ম্যাচ, যা প্রাচীন ফরাসি শব্দ মেসে থেকে উদ্ভূত। মেসে মোমবাতির সলতেকে নির্দেশ করত। ঐতিহাসিকভাবে ম্যাচ দড়ির দৈর্ঘ্যকে নির্দেশ করত, যা রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে থাকে ও ধারাবাহিকভাবে প্রজ্বলনে সক্ষম। অতীতে এগুলো হালকা আগুন প্রজ্বলনে, বন্দুক ও কামানের জন্য আগুন জ্বালানোয় ব্যবহূত হতো। বর্তমানে এটি গ্যাসের চুলা, মশার কয়েলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যাপকভাবে ব্যবহূত হয়। এই দিয়াশলাই আজকের দিনে তথা ৮ জুন, ১৮৩০ সালে জার্মানির বিজ্ঞানী কামবোর্জ আবিষ্কার করেন। দিয়াশলাই মূলত আগুন জ্বালানোর লক্ষ্যে ব্যবহূত কাষ্ঠ শলাকাবিশেষ, যার অগ্রভাগে সামান্য বারুদ লাগানো থাকে। এটি পরিপূর্ণ, নিয়ন্ত্রিত পন্থায় আগুন জ্বালানোর ঘরোয়া পদ্ধতি। সাধারণত ছোট বাক্সে দিয়াশলাইয়ের শলাকা বা কাঠিগুলো সাজিয়ে রাখা হয়। সচরাচর বাক্সের দুই বা একপাশে দিয়াশলাই ঘষে আগুন জ্বালানোর খসখসে তল থাকে। নিরাপদ দিয়াশলাই বলতে এমন ধরনের দিয়াশলাই বোঝানো হয়, আগুন জ্বালানোর পর যার জ্বলন্ত বারুদমুখ খসে পড়ে যায় না। সাধারণত কাঠজাতীয় কাঠি দিয়ে দিয়াশলাই প্রস্তুত করা হয় এবং দিয়াশলাই বাক্সে করে বিক্রির উদ্দেশ্যে বিপণনে সম্পৃক্ত করা হয়। একটি বাক্সে কমবেশি ৫০টি কাঠি থাকতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১