বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুন ২০১৮

বিএনপি না বুঝেই সবসময় বিরোধিতা করে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগৃহীত ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বড় বাজেট করার সক্ষমতা সরকারের আছে, এটি নির্বাচনী বাজেট নয় বরং জনগণের উন্নয়নের বাজেট। আর বিএনপি বুঝে বা না বুঝে সবসময়ই বিরোধিতা করে থাকে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতু পরিদর্শন করতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ঈদে স্তার যানজট সম্পর্কে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদে রাস্তায় যানজট না হওয়ার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।

বাজেট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বড় বাজেট বড় চ্যালেঞ্জ। বড় বাজেট বাস্তবায়ণের ক্ষমতা সরকারের আছে বলেই আমরা বড় বাজেট করেছি।

মেঘনা ব্রিজের জানজট সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, সোনারগাঁওয়ের মেঘনায় টোল আদায়ে ভাংতি টাকা লেনদেনে দেরি হওয়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটের অন্যতম একটি কারণ। তারপরও সরকার যানজট নিয়ন্ত্রণে বদ্ধপরিকর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১