বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জুন ২০১৮

সিয়াটল উৎসবে প্যারাডাইস

ছবিটি পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ সংরক্ষিত ছবি


সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের ফিচার ল্যাংথ ডকুমেন্টারি ফিল্ম ‘প্যারাডাইস’। উৎসবের ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি। গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন বিজন ইমতিয়াজ। প্রযোজনা করেছেন আরিফুর রহমান।

প্রযোজক আরিফুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, এবারের আসরে ফিচার ডকুমেন্টারি ছবি বিভাগে বিভিন্ন দেশ থেকে অনেক ছবি জমা পড়েছে। তার মধ্যে মাত্র দুটি প্রজেক্ট বাছাই করা হয়েছে। তার মধ্যে আমাদের এই প্রজেক্টটি রয়েছে। ছবির অর্ধেক কাজ আমরা শেষ করেছি। আগামী বছরের শেষদিকে বাকি কাজ শেষ করব। এই ছবিটিতে সহযোগী প্রযোজক হিসেবে আছেন জাপানের মাকাতো সুগানো।

‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ বিভাগ সম্পর্কে আরিফুর রহমান জানান, যে ছবিগুলোর কাজ এখনো চলছে, সেগুলো এ বিভাগে নির্বাচিত হয়। উৎসবে ছবিটি প্রজেক্ট হিসেবে প্রদর্শিত হবে। প্রজেক্টটি কারো পছন্দ হলে এ ছবিতে ইভেস্ট করার সুযোগ আছে। নির্মাণাধীন ছবির সহযোগী প্রযোজক বা পরিবেশক পাওয়ার জন্যই এ বিভাগটি।

‘প্যারাডাইস’ ছবির পক্ষে বিজন ইমতিয়াজ উৎসবে অংশ নিচ্ছেন। ফিচার ল্যাংথ ডকুমেন্টারি ছবিটির চিত্রায়ণ হয়েছে কক্সবাজার, টেকনাফ, সেন্টমার্টিনে। এক বছর ধরে আইল্যান্ডকে ঘিরে রিসার্চ করে এটি নির্মিত হয়েছে বলে জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১