বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুন ২০১৮

পাঁচ শিল্পীর বিশেষ সঙ্গীতানুষ্ঠান

বিশেষ সঙ্গীতানুষ্ঠানের পাঁচ শিল্পী সংরক্ষিত ছবি


১০ দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় এবার প্রচার হবে মোট ৯টি বিশেষ সঙ্গীতানুষ্ঠান। যার মধ্যে পাঁচটি অনুষ্ঠানই উদীয়মান পাঁচ শিল্পীর অংশগ্রহণে নির্মিত। এই পাঁচ শিল্পী হচ্ছেন- মারিয়া শিমু, সামিয়া জাহান, নীলিমা, আনজানা এবং মারিয়া চৌধুরী। মারিয়া চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান ‘উড়ু উড়ু মন’ প্রচার হবে ঈদের পরদিন দুপুর ২টা ২০ মিনিটে। মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ‘বেশি আশা করা ভুল’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ১০টায়। সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মাঝে মাঝে মনে হয় তোমায়’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ১০টায়। নীলিমার একক সঙ্গীতানুষ্ঠান ‘মন যা বোঝে’ প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত সাড়ে ১০টায়। একই দিন রাত ১১টায় প্রচার হবে আনজানার একক সঙ্গীতানুষ্ঠান ‘হূদয়ে লিখে দিলাম তোমার নাম’।

এই পাঁচ শিল্পীর গানের কথাগুলো লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, মো. নজরুল ইসলাম, শেখ রেজা শানু, আতাউর রহমান খান, এমএইচ মিলু এবং গোলাইছ আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১