বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুন ২০১৮

বাংলাদেশের টার্গেট ১১৩ রান

মিতালি রাজকে আউটের পর বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস ইন্টারনেট


মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনাররা একাডেমি ওভালের মাঠে ওমেন্স টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শনিবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচের শুরুতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ভারতের পক্ষে ওপেনার হিসেবে নামেন মিতালি রাজ এবং স্মৃতি মান্ধানা। মাত্র ১৮ বল খেলে ব্যক্তিগত ১১ রান করে খাদিজা তুল কুবরার বলে ফারজানা হকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিতালি। এরপরই ১২ বলে ৭ রান করে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি। দিপ্তী শর্মাকে ক্লিন বোল্ড করেন জাহানারা আলম। দিপ্তীর সংগ্রহ ছিল ১১ বলে ৪ রান। ভেদা কৃষ্ণমুর্তিও বোল্ড আউটের শিকার হন সালমা খাতুনের বলে। তার সংগ্রহ ১০ বলে ১১ রান।

রুমানা আহমেদের বলে তানিয়া ভাটিয়াকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন শামিমা সুলতানা। ৬ বলে ৩ রান করেন তিনি। রুমানা আহমেদের বলে শামিমা সুলতানার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শিখা পান্ডে। ৩ বলে ১ রান করেন তিনি। ১২ বলে ১০ রান করে রান আউট হন ঝুলান গোস্বামী। ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন একতা বিশট। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন হারমানপ্রিত কর। ৪২ বলে ৫৬ রান করেন তিনি। খাদিজা তুল কুবরার বলে জাহানারা আলমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১১২ রান। বিরতির পরে ১১৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১