বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুন ২০১৮

সিঙ্গাপুর পৌঁছেছেন ট্রাম্প

সিঙ্গাপুরের পায়া লেবার বিমান ঘাঁটিতে অবতরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান ছবি : রয়টার্স


উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করতে সিঙ্গাপুরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার সন্ধ্যায় ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরের পায়া লেবার বিমান ঘাঁটিতে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

এর আগে বিকেলেই সিঙ্গাপুর পৌঁছান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। চায়না এয়ারলাইন্সের একটি বিমান করে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে আসেন তিনি। এটা রাষ্ট্র প্রধান হিসেবে কিমের সবচেয়ে দীর্ঘ যাত্রা।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুং এর সাথে স্বাক্ষাৎ করেন কিম 

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। মঙ্গলবার সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১