বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুন ২০১৮

তিন সিটিতে প্রচারণার সুযোগ পাচ্ছেন না এমপিরা

নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব সংরক্ষিত ছবি


সংশোধিত আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি না হওয়ায় সংসদ সদস্যরা (এমপি) রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারছেন না। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সচিব বলেন, ‘সংশোধিত আচরণ বিধিমালা ভেটিং হয়ে আমাদের কাছে এসেছে। বিষয়টি আজকের (গতকাল) মিটিংয়ের এজেন্ডায় ছিল না। ঈদের পর কমিশন বৈঠকে প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এসব সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

প্রসঙ্গত, ১২ এপ্রিল স্থানীয় সরকারের সব নির্বাচনে এমপিদের প্রচারণা ও স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ রেখে আরচণবিধির পরিবর্তন চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের সেই দাবি পূরণ করে আচরণবিধি সংশোধন করে এমপিদের প্রচারণার সুযোগ নিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১