বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুন ২০১৮

ঢাকায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

ঢাকার বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে ছবি প্রতীকী


রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার ৪৯ জনের কাছ থেকে ৫ হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৩৬ গ্রাম হেরোইনের ৬৬৪টি পুরিয়া, ৯৫০ গ্রাম গাঁজা, ২৭৫ বোতল ফেনসিডিল, ৭২ ক্যান বিয়ার ও ৮০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১