বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুন ২০১৮

বাংলা টিভিতে পাঁচ শর্টফিল্ম

আড়াল-এর একটি দৃশ্য সংগৃহীত ছবি


ঈদুল ফিতরে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রচার হবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ঈদের ৫ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় প্রচার হবে শর্টফিল্মগুলো। অনুষ্ঠানমালায় প্রথম দিন প্রচার হবে ‘অক্ষর’, দ্বিতীয় দিন ‘বখাটে’, তৃতীয় দিন ‘মায়া’, চতুর্থ দিন ‘রূপ ও অফিস ট্যুর’ এবং পঞ্চম দিন ‘আড়াল’।

বাংলা টিভির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক মীর নূর উস শামস, প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল এইচ, নিউজ ইনচার্জ সুমন মুস্তাফিজ, ডিজিটাল মার্কেটিং কর্মকর্তা জাহিদ হাসান অভিসহ অনেকে।

এক প্রশ্নের জবাবে বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে আমরা ভিন্ন ধরনের অনুষ্ঠানমালা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের প্রচারিত অনুষ্ঠানমালায় বিজ্ঞাপনের চাপ কম থাকবে। দর্শক যাতে বিজ্ঞাপনে বিরক্তবোধ না করে সে ব্যাপারে আমরা সজাগ আছি। দর্শকদের নির্মল বিনোদন দেওয়াই আমাদের উদ্দেশ্য।’

ঈদ অনুষ্ঠানমালায় শর্টফিল্ম ছাড়াও প্রচার হবে বাংলা সিনেমা, বিশেষ ধারাবাহিক নাটক, একক নাটক, শিশুতোষ অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং মিউজিক শো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১