বাংলাদেশের খবর

আপডেট : ১৩ জুন ২০১৮

এই দিনে

নবাব সিরাজউদ্দৌলা সংগৃহীত ছবি


১৭৫৭ : রবার্ট ক্লাইভ বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।

১৮৫৭ : লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।

১৮৬৫ : নোবেলজয়ী আইরিশ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটসের জন্ম।

১৯০০ : চীনে বক্সার বিদ্রোহ শুরু।

১৯০৬ : ব্রিটেনের আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্মপ্রকাশ করে।

১৯৪৩ : ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।

১৯৭৮ : লেবানন থেকে ইসরাইল তার সেনা প্রত্যাহার করে।

১৯৮৩ : ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।

২০০২ : যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি প্রত্যাহার করে।

 

চীনের বক্সার বিদ্রোহ

১৮৯৮ সালের সংস্কার আন্দোলন ব্যর্থ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই চীন এক ব্যাপক গণবিদ্রোহের সম্মুখীন হয়েছিল। এই গণ-অভ্যুত্থানই চীনের ইতিহাসে বিখ্যাত বক্সার বিদ্রোহ নামে পরিচিত। প্রথম চীন-জাপান যুদ্ধের পর যখন বিদেশি শক্তিগুলো স্ব-স্ব স্বার্থে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিনষ্ট করতে তৎপর হয়, তখন বিদেশিদের দেশ থেকে অপসারণের জন্য এবং দেশকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদ ও পাশ্চাত্য সভ্যতার প্রভাব থেকে মুক্ত করার জন্য ‘বক্সার’ নামে একটি গুপ্ত সমিতি ঊনবিংশ শতকের অন্তিমলগ্নে এবং বিশ শতাব্দীর প্রারম্ভিক পর্বে সংগ্রামে লিপ্ত হয়েছিল। চীনে এই বিদ্রোহ ‘আই-হো-চুয়ান’ নামে পরিচিত। বিদেশিদের কাছে এই বিদ্রোহ ‘বক্সার বিদ্রোহ’ নামে পরিচিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১