বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুন ২০১৮

ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

ঈদের নির্ধারিত সরকারি ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা ছবি : বাংলাদেশের খবর


ঈদের নির্ধারিত সরকারি ছুটি শেষে সোমবার খুলছে অফিস আদালতসহ ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো। আর তাই গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। লঞ্চ কিংবা ট্রেন, সব জায়গাতেই ভিড় কম থাকায় যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ।

মধ্যরাত থেকেই সদরঘাটে এক এক করে ভিড়তে শুরু করে ঢাকামুখী এসব লঞ্চ। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসব লঞ্চ ঢাকার সদরঘাটে এস ভিড়ে।

কোনো লঞ্চেই ভিড় ছিল না তেমন একটা। মূলত ঈদের ছুটি শেষে কর্মদিবসের প্রথম দিন সদরঘাটের ঢাকাফেরত যাত্রীদের দৃশ্য ছিল এমটা। এবারের ঈদে ছুটি তেমন একটা না থাকায় তাড়াতাড়ি স্বজনদের ছেড়ে আসতে হয়েছে। ঈদের ছুটি কম থাকায় যাত্রীদের চোখে মুখে আক্ষেপ ছিল স্পষ্ট।

এদিকে সকাল থেকে কমলাপুর রেলস্টেশনেও রাজধানী ফেরত যাত্রীদের দৃশ্য ছিল প্রায় একই রকম। যাত্রীচাপ কম থাকায় ট্রেনগুলো শিডিউল অনুযায়ী স্টেশনে পৌঁছায়।

এদিকে এখন যাত্রীচাপ তেমন একটা না থাকলেও আগামী ২০ জুন থেকে ঢাকা ফেরত যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন লঞ্চ ও ট্রেন কর্তৃপক্ষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১