বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুন ২০১৮

স্বজনরা যখনই চাইছেন, তখনই দেখা করছেন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংরক্ষিত ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা যখনই চাইছেন, তখনই দেখা করতে পারছেন। ওটা একটা জেলখানা, কারও বাসভবন তো নয়, যে বিএনপি নেতারা যখন-তখন দেখা করতে পারবেন।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ একথা বলেন।

ওবায়দুল কাদের খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বলেন, সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমাদের জানা নেই। তিনি আরো বলেন, আমার এখন সন্দেহ হয় খালেদা জিয়া তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত নয়। তিনি রাজনীতি করার ইস্যু খুঁজছেন। বিএনপির উদ্দ্যেশে তিনি বলেন তাদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, ইস্যুই গুরুত্বপূর্ণ।

কারাবন্দি থাকা অবস্থায় শেখ হাসিনা স্কয়ারে চিকিৎসা নিয়েছিলেন। তবে খালেদা জিয়া কেন ইউনাইটেডে চিকিৎসা নিতে পারবেন না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে সিএমএইচে চিকিৎসা করানোর দেয়া হয়নি। সিএমএইচ এ সুযোগ পেলে স্কয়ারে নিয়ে যেতাম না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১