বাংলাদেশের খবর

আপডেট : ১৯ জুন ২০১৮

পেনাল্টি আমিও তো মিস করেছি : দিয়েগো ম্যারাডোনা

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা গোলডটকম


উত্তরসূরির পাশে দাঁড়ালেন পূর্বসূরি! আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট নিয়ে যখন ফুটবলমহলে সমালোচনার ঝড়, ভক্তদের হৃদয়ে হাহাকার, তখনই দিয়েগো মারাডোনাকে পাশে পেলেন লিওনেল মেসি। বিশ্বকাপ অভিযানের শুরুতেই হোঁচট খাওয়ার জন্য অধিনায়ককে নয় বরং কোচ হোর্হে সাম্পাওলিকে দায়ী করছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের কথায়, ‘পেনাল্টি তো আমিও তো মিস করেছি। টানা পাঁচটা পেনাল্টিতে গোল করতে পারিনি। তারপরেও তো সেই দিয়েগো আর্মান্দো মারাডোনাই থেকে গিয়েছি। আমরা যে ম্যাচ ড্র করে দুই পয়েন্ট নষ্ট করেছি, তার জন্য মেসি দায়ী নয়। ও তো সর্বস্ব উজাড় করে দিয়েছে। নিজের দায়িত্ব পালন করেছে। মাঠে ওকে দেখে মনে হচ্ছিল রেগে গিয়েছে। একদম যেভাবে আমি রেগে যেতাম। আর্জেন্টিনা মানেই যেন ও। সব সময় গায়ে সেঁটে যাওয়া দু’জনকে নিয়ে খেলতে হচ্ছে। আর তাদের যখন বোকা বানাচ্ছে, তখন সামনে কাউকে পাচ্ছে না পাস দেওয়ার মতো।’

এসব বলার পরই কোচকে একহাত নিয়েছেন মারাডোনা। সাম্পাওলির খেলানোর ধরন একেবারেই পছন্দ হচ্ছে না তার। মারাডোনা সাফ বলেছেন, ‘যদি এভাবেই দল চালায়, তবে সাম্পাওলি আর দেশে ফিরতে পারবে না। খারাপ লাগছে প্রথম ম্যাচে একটা মুভও আগে থাকতে তৈরি বলে মনে হল না। আইসল্যান্ডের সব ফুটবলাররা ছয় ফুট তিন ইঞ্চির। তারপরও আমরা কর্নার থেকে হেড করার দিকে নজর দিলাম। একটাও শর্ট কর্নার নেওয়া হয়নি। আর্জেন্টিনার গেমপ্ল্যান একেবারেই ভাল ছিল না। আমি অবশ্য দোষারোপ করছি না ফুটবলারদের। প্রস্তুতির অভাবকে বরং দায়ী করছি। কারণ, প্রস্তুতির কোনো ছাপ আমি অন্তত দেখতে পাইনি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১