বাংলাদেশের খবর

আপডেট : ১৯ জুন ২০১৮

বরিশাল সিটি নির্বাচন

আ.লীগ-বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হয়নি এখনো

আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ভবন সংগৃহীত ছবি


আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে এখনো বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিতে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। এদিকে গতকাল সোমবার বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন মনোনয়নপত্র ক্রয় করেছেন।

দলীয়প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার সকালে জেলা আওয়ামী লীগের এক বর্ধিতসভা বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি দলের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন। ্এ সভায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে সাংবাদিকদের কোনো কিছুই জানানো হয়নি।

এখন পর্যন্ত আওয়মী লীগ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির জ্যেষ্ঠ পুত্র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা কমিটির সহ-সভাপতি কর্নেল জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগ নেতা খান মামুন নামে পরিচিত মাহমুদুল হক খান মামুনের নাম শোনা যাচ্ছে। তবে জেলা ও মহানগর কমিটি সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠাবেন। তবে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

অপরদিকে বিএনপিতেও রয়েছে একাধিক প্রার্থীর নাম। বিএনপি সমর্থিত বর্তমান মেয়র আহসান হাবিব কামাল প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে কেন্দ্রে জোর লবিং শুরু করেছেন। এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিনও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা চালাচ্ছেন। গতকাল সোমবার বিলকিস জাহান শিরিন মনোনয়নপত্র ক্রয় করেছেন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল নেতা ওবায়দুর রহমান মাহবুব মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গতকাল সোমবার মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদি জানিয়েছেন। এর আগে গত ১৪ জুন জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন তাপস ও কমিউনিস্ট পার্টির নেতা একে আজাদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১