বাংলাদেশের খবর

আপডেট : ২০ জুন ২০১৮

সোনার দাম কমছে

দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ছবি সংরক্ষিত


দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে সোনার নতুন দাম সারা দেশে কার্যকর করা হবে।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাজুস।

সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করতে পণ্যটির দাম কমানো হয়েছে।

সর্বশেষ গত মার্চে সোনার দর ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমেছিল।

নতুন দর অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪৯ হাজার ৮০৬ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৪৫৭ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনা ভরির নতুন দাম হবে ২৭ হাজার ৫৮৬ টাকা।

আজ বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৮ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৪১৯ টাকায় বিক্রি হয়। দর পুনর্নির্ধারণ করায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা দাম কমছে। অন্যদিকে ও সনাতন পদ্ধতির সোনার ভরি বাড়বে ১ হাজার ১৬৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, প্রতি ভরি ১ হাজার ৫০ টাকা।

আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৮ টাকায়, ১৮ ক্যারেটের ৪৩ হাজার ৬২৪ টাকা এবং স্বণাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২৬ হাজার ৪১৯ টাকায় বিক্রি হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১