বাংলাদেশের খবর

আপডেট : ২২ জুন ২০১৮

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২৫

সিরাজগঞ্জ ম্যাপ সংরক্ষিত ছবি


মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চরকালীগঞ্জ ও বন্যাকান্দি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা  আশঙ্কাজনক। গতকাল হস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বন্যাকান্দি বাজারে পূর্ব ঘটনার জের ধরে বন্যাকান্দি গ্রামের যুবক লিটন দাশ ও চরকালীগঞ্জ গ্রামের যুবক মুন্নার মধ্যে গতকাল দুপুরে হাতাহাতি হয়। পরে তারা নিজ নিজ গ্রামে ফিরে গেলে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে চরকালীগঞ্জ ও বন্যাকান্দি গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে চরকালীগঞ্জ গ্রামের মুন্না, আমজাদ, শিপন, সাখোয়াত, গফুর ও বন্যাকান্দি গ্রামের গাজিউর, রাজ্জাক, রেজাউর মোল্লা, রবিউল, আশরাফুল, মানিক ও খালেকসহ উভয় গ্রামের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে গাজিউর ও লিটন দাশের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৌশিক দেওয়ান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক পরিস্থিতির উপর পুলিশি নজরদারি রয়েছে। তবে কোনো পক্ষই এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১