বাংলাদেশের খবর

আপডেট : ২৩ জুন ২০১৮

কবিতা

নিলডাউন


বালকের নিলডাউনের মতো এক ভাঙাচোরা

দুপুরের হতশ্রী রোদে

রাস্তার পাশে থেমে আছে নীল ট্রাউজার পরা

দূরপাল্লার এক টুকরো মেঘ

মেঘের বনেটে বসে গাইছে তুমুল

রবীন্দ্র-নজরুল ভোরের কুজ্ঝটিকা

একাঙ্কিকা থমকে গেছে

ছাপড়া ইশকুল ঘরের দোচালা জ্যোৎস্নায়!

 

অদূরের সারি সারি করোগেটের রঙজ্বলা

কলোনির ছন্নছাড়া ছায়াগুলো

স্কুলগোয়িং কিশোরীদের মতো

গোল হয়ে খেলছে বসে ফড়িঙ্ খেলা ঝিম্...

স্কুল বাড়ির রেলিঙ, ব্যাল্কনি

অনেকটা পথ হেঁটে এসে বসেছে খড়ের মাঠে

এক চিলতে নোনারু ধুলোয়!

 

কড়িকাঠে ঠোঁট ঘষে এক নিঃসঙ্গ বিরহী চড়ুই

আর এক পশ্লা হাফ্প্যান্ট পরা বালক বিকেল

জলে ছুড়ে মারে তার শৈশবজ্বলা নিদাঘ মার্বেল

আর জঙ্ধরা এক লাল ফেরিঅলা এসে

রোজ দুপুর বেলায় ডাকে থৈ থৈ বিষণ্নতা বিজড়িত

নিঃসীম অনুচ্চ স্বরে- ডাকে গুন্ গুন্

নেবে নিলডাউন... নিলডাউন...

 

রেজা ফারুক


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১