বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুন ২০১৮

রাজশাহীতে বুলবুল, বরিশালে বিএনপির প্রার্থী সরোয়ার

রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বরিশালের সাবেক মেয়র আ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের ছবি সংক্ষিত


রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বরিশালের সাবেক মেয়র দলের যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নাম ঘোষণা করেন।

এছাড়া সিলেট সিটি কর্পোরেশনে প্রার্থীর নাম আগামীকাল ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, ন্যূনতম ফেয়ার ইলেকশন হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপি জয়লাভ করবে।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু করতে না পারলে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিএনপির মনোনয়ন বোর্ড তিন সিটিতে প্রার্থী হতে ইচ্ছুক বুলবুল, সরোয়ারসহ ১৭ জনের সাক্ষাৎকার নিয়েছিলেন।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। আর ৯ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।  আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ হবে এ দুই সিটিতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১