বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুন ২০১৮

আজো জ্বলবেন রোনালদো?

পর্তুগাল অধিনায়ক ক্রিচিয়ানো রোনালদো ছবি : ইন্টারনেট


‘ওয়ানম্যান শো’ কথাটি বেশ যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার আশায় আছে পর্তুগাল, তাতো শুধু রোনালদো ক্যারিশমার কারণেই। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ এশিয়ার দেশ ইরান। মাত্র একটি পয়েন্ট দরকার পর্তুগালের। তাতেই মিলবে নক আউট পর্বের টিকেট। এমন ম্যাচে সবার চোখ রোনালদোর দিকেই। আজো জ্বলে উঠতে পারবেন তো সিআরসেভেন?

কী দারুণ শুরু। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে হেরেই যেতে পারত পর্তুগাল। কিন্তু তা হতে দেননি রিয়াল তারকা রোনালদো। শেষ মুহূর্তে জাদুকরি এক ফ্রি-কিকে দলের ত্রাতা তিনিই। সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ। যা চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের ঘটনা।

প্রথম ম্যাচে দলকে বাঁচিয়েছেন হ্যাটট্রিক করে। কিন্তু দলের জয় পাওনা ছিল। রোনালদো তা করে দেখালেন পরের ম্যাচেই মরক্কোর বিরুদ্ধে। ম্যাচের বয়স মাত্র ৪ মিনিট, রোনালদোর দুর্দান্ত হেড, গো-ও-ও-ল। রুদ্ধশ্বাস সেই ম্যাচে রোনালদোর করা একমাত্র গোলেই জিতেছিল পর্তুগাল, যাতে স্বপ্ন চওড়া হয় নক আউট পর্বে যাওয়ার।

আজ পর্তুগালের শেষ ম্যাচ ইরানের বিরুদ্ধে। তাদেরও সম্ভাবনা রয়েছে নক আউট পর্বে যাওয়ার। কিন্তু যে দলে রোনালদো আছেন, সেই পর্তুগিজদের নির্ভারই থাকার কথা। লুকাকুর সঙ্গে যৌথভাবে চার গোলের মালিক রোনালদো আজো নিজের সেরাটাই খেলবেন। পাবেন ধারাবাহিক গোলের দেখা। রোনালদো ভক্তদের এমন আশা অমূলক নয়। বাকিটা মাঠেই দেখাতে চান প্রত্যয়ী-পরিশ্রমী সিআরসেভেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১