বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুন ২০১৮

শাহজালালে জুতার ভেতর সাড়ে ৫ কেজি সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুতার ভেতরে ৫ কেজি সোনা প্রতীকী ছবি


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুতার ভেতরে লুকিয়ে পাচারকালে সাড়ে ৫ কেজি সোনার বারসহ এক বিদেশিকে আটক করা হয়েছে। তার নাম লুই কোন হং (৩৩)। তিনি চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্মকর্তারা গত শনিবার রাতে তাকে আটক করে।

গতকাল রোববার বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন জানান, শনিবার রাতে মালিন্দো এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন চীনা নাগরিক লুই কোন হং। গ্রিন চ্যানেল অতিক্রম করে বের হওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার জুতা কেটে এক কেজি ওজনের চারটি সোনার বার এবং ছয়টি কাটপিস উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার মোট ওজন ৫ কেজি ৪৮৭ গ্রাম, যার বাজারমূল্য ২ কোটি ৭৪ লাখ টাকা। আটক ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১