বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুন ২০১৮

গাজীপুর সিটিতে ভোট কাল, যান চলাচলে নিষেধাজ্ঞা

গাজীপুর নগরীতে আজ রাত ১২টা থেকে কাল রাত ১২টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিটি করপোরেশন সংগৃহীত ছবি


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। এই নির্বাচন কেন্দ্র করে যানবাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর মহানগরীতে আজ রাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, বেবিট্যাক্সি, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, ট্যাম্পু ইত্যাদি চলাচল করা যাবে না। 

তবে মোটরসাইকেলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে গতকাল রোববার রাত ১২টা থেকে। এই নিষেধাজ্ঞা নির্বাচনের পরের দিন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে।

এদিকে গাজীপুরের বাসিন্দা নয় বা ভোটার নয় এমন বহিরাগতদের গত ২৩ জুন রাত ১২টার আগেই নির্বাচনী এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৮৮টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

৩৩৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে ২৪ জন করে আট হাজার ৮৮ জন এবং ৮৮টি সাধারণ কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে এক হাজার ৯৩৬ জন আনসার ও পুলিশ মোতায়েন থাকবে। সব মিলিয়ে মোট ১০ হাজার ২৪ জন আনসার ও পুলিশ মোতায়েন থাকবে।

এ ছাড়া প্রতিটি সাধারণ ওয়ার্ডে র‌্যাবের ১০ জনের একটি করে টিম এবং একটি ১০ জনের রিজার্ভ টিম মোতায়েন থাকবে। অর্থাৎ নির্বাচনে ৫৮০ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতি দুটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন হিসেবে মোট ২৯ প্লাটুন এবং প্রতি প্লাটুনে ২০ জন করে ৫৮০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

৪২৫টি কেন্দ্রে ৪২৫জন প্রিজাইডিং কর্মকর্তা, দুই হাজার ৭৬১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পাঁচ হাজার ৫২২ জন পোলিং অফিসারসহ মোট আট হাজার ৭০৮ জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাতজন মেয়র, সংরক্ষিত আসনে ৮৪ জন, সাধারণ আসনে ২৫৪ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওই সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন পাঁচ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন। আর নারী ভোটার সংখ্যা পাঁচ লাখ ৬৭ হাজার ৮০১ জন। ভোটারদের মধ্যে বিভিন্ন শিল্প এলাকায় প্রায় দুই লাখ বহিরাগত পোশাক শ্রমিক রয়েছে। যাদের প্রায় ৮০ শতাংশই নারী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১