বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুন ২০১৮

সৃজিত আমাকে বোঝে

অভিনেত্রী জয়া আহসান ছবি : সংরক্ষিত


‘চৌরঙ্গী’ ছেড়ে দেওয়ার পর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হবে কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান বলেছেন, ‘আমি কেন ছবিটি করব না, সে বিষয়টি সৃজিত বুঝেছে। সে আমাকে বোঝে। সুতরাং ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’

ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় নতুন করে নির্মাণ করবেন ‘চৌরঙ্গী’ ছবিটি। এতে করবী চরিত্রে অভিনয় করার কথা ছিল জয়া আহসানের। সব কিছুই ঠিক ছিল। স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর ‘না’ করে দিয়েছেন জয়া। তিনি জানিয়েছেন, এ ছবিতে অভিনয় করছেন না। কারণ হিসেবে জয়া জানান, ‘খোলামেলা’ দৃশ্য বেশি থাকায়, তিনি ছবিটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে জয়া বলেন, ‘এ নিয়ে কনফিউশনের কিছু নেই। চিত্রনাট্যটি পড়ার পর বুঝেছি, ছবিটিতে অনেক বেশি খোলামেলা দৃশ্য রয়েছে। আর এ বিষয়ে আমার কিছু মানসিক ব্লক রয়েছে।’

মণিশঙ্কর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাস প্রকাশিত হয় ১৯৫৫ সালে। এই উপন্যাসের প্রেক্ষাপট গত শতকের পঞ্চাশ দশকের কলকাতার চৌরঙ্গী অঞ্চল। কলকাতার সমাজের দারিদ্র্য এই উপন্যাসে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কাহিনীর কেন্দ্রে রয়েছে প্রেম। এই প্রেম হোটেলের অতিথি ও কর্মচারীদের মধ্যে দেখানো হয়েছে এবং এর বিয়োগান্তক পরিণতি রয়েছে। ষাটের দশকের শেষভাগে জনপ্রিয় এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ হয়। ওই সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার। ছবিটি তখন সুপার হিট হয়েছিল।

নতুন করে ছবিটি নির্মাণ প্রসঙ্গে সৃজিত বলেছিলেন, ‘আমরা পুরনো চৌরঙ্গী রিমেক করছি না। এটা অন্য রকম ছবি হবে। এখানে গল্প বলার ধরনটাই হবে আলাদা। এত বছর পর হোটেল সংস্কৃতির চিত্রটা পাল্টে গেছে। তাই আমাদের গল্পটা ২০১৮ সালের প্রেক্ষাপটে তৈরি হবে। জয়া তো মাটির মতো। ওকে যেকোনো চরিত্রে গড়ে নেওয়া যায়। ও এত সাবলীল অভিনয় করে, দুই বাংলায় সবচেয়ে শক্তিশালী একজন অভিনেত্রী। ওর ওপর অগাধ আস্থা রাখা যায়।’

সব কিছু এত ঠিকঠাক থাকার পরও শেষ মুহূর্তে ‘চৌরঙ্গী’ থেকে নিজেকে প্রত্যাহার করায় অনেকে আশঙ্কা করেছিলেন সৃজিতের সঙ্গে জয়ার সম্পর্কের অবনতি ঘটতে পারে। তবে সেসব আশঙ্কা উড়িয়ে দিয়ে জয়া জানিয়েছেন, তার সিদ্ধান্তকে সৃজিত শ্রদ্ধা জানিয়েছেন।

জানা গেছে, জয়া আহসানের পরিবর্তে করবী চরিত্রটিতে এখন অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

ছবিতে আরো অভিনয় করছেন প্রসেনজিৎ, আবীর চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর ও যিশু সেনগুপ্ত। ছবির সঙ্গীত পরিচালনা করবেন অনুপম রায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১