বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুন ২০১৮

মন্দায় পড়তে পারে বিশ্ব অর্থনীতি

সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ নিয়ে উদ্বিগ্ন চীন-ইইউ ছবি ইন্টারনেট


সংরক্ষণবাদ ও একপক্ষীয় বাণিজ্যনীতির বিরোধিতা করেছে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলছে, এসব কার্যক্রম মন্দার দিকে ঠেলে দিতে পারে বিশ্ব অর্থনীতিকে।

গতকাল বাণিজ্য নিয়ে বৈঠক করে চীন ও ইইউ। বৈঠকে বিশ্বের দুই অন্যতম অর্থনীতি বহুপক্ষীয় বাণিজ্য প্রক্রিয়া কার্যকর রাখতে ঐকমত্যে পৌঁছেছে। চীনের ভাইস প্রিমিয়ার ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অর্থনৈতিক উপদেষ্টা লিউ হি ও ইউরোপীয় কমিশনের (ইসি) ভাইস প্রেসিডেন্ট জিরকি কাতাইনেন বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় প্রস্তুত তারা। অনলাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। লিউ বলেন, যখন একপক্ষীয় নীতি বাস্তবায়ন হতে যাচ্ছে, তখন বড় অর্থনীতিগুলোয় বাড়ছে বাণিজ্যযুদ্ধ নিয়ে উদ্বেগ। চীন ও ইইউ একপক্ষীয় এবং সংরক্ষণবাদ নীতির বিরুদ্ধে। আর এসব কার্যক্রম বিশ্ব অর্থনীতিকে মন্দা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে বলে বিশ্বাস করে তারা। 

চীন ও ইইউ- দুই অঞ্চলের বাণিজ্যক্ষেত্র সম্প্রতি ট্রাম্পের চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে শুল্ক ধার্যের পর পাল্টা জবাবে ইইউও পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপ অনুযায়ী, ৩৩০ কোটি ডলার সমমূল্যের আমেরিকান পণ্য আমদানিতে শুল্ক দিতে হবে ইউরোপবাসীকে। চলতি সপ্তাহের শেষ নাগাদ ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় চীনা বিনিয়োগের ওপর নতুন নীতিমালা প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। এতে আরো চাপে পড়বে চীন। যুক্তরাষ্ট্রে ৬ জুলাই থেকে ৩ হাজার ৪০০ কোটি ডলার সমমূল্যের চীনা পণ্য আমদানিতে শুল্ক কার্যকর হবে। এ ছাড়া আরো ২০ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্য আমদানিতে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্প হুমকি অনুযায়ী কাজ করলে নেতিবাচক প্রভাব পড়বে চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেই।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১