বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জুন ২০১৮

দক্ষতা উন্নয়নে ৬৩ কোটি টাকা পাবে পিকেএসএফ

পিকেএসএফ লোগো


কারিগরি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ৬২ কোটি ৮৪ লাখ টাকা অনুদান হিসেবে পাবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইফ) প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে সংস্থাটিকে এ অনুদান দেওয়া হবে। পিকেএসএফ এই অর্থ সরকারের মাধ্যমে অনুদান হিসেবে পাবে, যা প্রশিক্ষণ কার্যক্রমে ব্যয় হবে।

প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়নে গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও পিকেএসএফের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি নবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সেইফ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব আবদুর রউফ তালুকদার এবং পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম (সাবেক মুখ্য সচিব) এবং সেইফ প্রকল্পের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো. জালাল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

সেইফ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের যোগ্যতা ও পছন্দের ভিত্তিতে দক্ষতা উন্নয়নমূলক কারিগরি প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ন্যূনতম ৬০ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত করে আর্থিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে পরিবার ও ব্যক্তির মানব মর্যাদা প্রতিষ্ঠা করা এবং সর্বোপরি দেশের টেকসই উন্নয়নে অবদান রাখা। এশীয় উন্নয়ন ব্যাংক এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এ প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে।

দ্বিতীয় ধাপে চুক্তির আওতায় পিকেএসএফ ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশব্যাপী তিন মাস ও চার মাস মেয়াদি ১২ হাজার জনের দক্ষতা উন্নয়নমূলক কারিগরি প্রশিক্ষণ দেবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান নিশ্চিত করবে। পিকেএসএফের সহযোগী সংস্থার কার্যক্রমভুক্ত সুবিধাবঞ্চিত ও অনগ্রসর পরিবারের তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, প্রকল্পের প্রথম ধাপে নিবন্ধনকৃত ১০ হাজার জনের মধ্যে ইতোমধ্যে শতকরা ৭১ ভাগের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। এর মধ্যে শতকরা ৩৪ ভাগ আত্ম-কর্মসংস্থানে নিয়োজিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১