বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জুন ২০১৮

বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিপিডিবির চিঠি পেয়েছে ইউনিক হোটেল

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের লোগো ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) লেটার অব ইনটেন্ট (এলওআই) পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, গুয়ামা পিআর হোল্ডিংস বিভি এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের কনসর্টিয়াম ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এলওআই বা সম্মতি পত্র পেয়েছে।

কেন্দ্রটির মালিকানার ৬৫ দশমিক ০১ শতাংশ ইউনিক হোটেলের; ৩০ শতাংশ গুয়ামা পিআর হোল্ডিংসের এবং ৪ দশমিক ৯৯ শতাংশ মালিকানা থাকবে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের।

 বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ থেকে পরবর্তী ২২ বছর কেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনবে সরকার।

৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিক হোটেল। এ সময়  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ৮৮ টাকা ২০ পয়সায়।

২০১২ সালে  পুঁজিবাজারে আসে ইউনিক হোটেল। বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৯৪ কোটি ৪০ লাখ টাকা। 

কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৫ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৮ দশমিক ৭৬, বিদেশি বিনিয়োগকারীদের ১ দশমিক ৫৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ২৩ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১