বাংলাদেশের খবর

আপডেট : ২৮ জুন ২০১৮

আর্থিক সূচকে ইতিবাচক অবস্থানে এসআইবিএল

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল বুধবার এসআইবিএলের ২৩তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।  ছবি বাংলাদেশের খবর


আমানত, বিনিয়োগ, পরিচালন মুনাফা, ঋণমান, খেলাপি ঋণের হার, মূলধন পরিস্থিতি ও তারল্য পর্যাপ্ততাসহ সব আর্থিক সূচকে ইতিবাচক অবস্থানে বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ব্যাংকটির কর্তৃপক্ষ বলছে, আগামীতে এসআইবিএলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

গতকাল বুধবার ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ বিনিয়োগকারীদের এ ব্যাপারে আশ্বস্ত করা হয়।

ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভাটি রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজন করা হয়। 

এজিএমে ২০১৭ সালের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ট অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। এ ছাড়া পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, কোম্পানি সেক্রেটারি এবং ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া সাধারণ বিনিয়োগকারীরা ব্যাংকের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ তার বক্তব্যে উল্লেখ করেন, সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা, বিনিয়োগ, আমানতসহ সব সূচকে ইতিবাচক অব্যাহত রয়েছে এবং আগামীতেও এসআইবিএলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের অতীতের ন্যায় আগামীতেও ব্যাংকের অগ্রগতিতে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আশা করেন, এসআইবিএলের পরিচালনা পর্ষদের দক্ষ, সুষ্ঠু ও বিচক্ষণ দিক নির্দেশনায় সামনের দিনগুলোয়ও ব্যাংকের অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।

১৯৯৫ সালের ২২ নভেম্বর এসআইবিএল দেশের দ্বিতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। দরদি সমাজ গঠনে সমবেত অংশগ্রহণের প্রয়াসে আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এসআইবিএল তার প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ব্যাংকটি ১৪৩টি শাখার মাধ্যমে গ্রাহকসেবা পরিচালনা করছে। গত বছরের নভেম্বর মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদে হঠাৎ বড় পরিবর্তন এলেও ব্যাংকটি আর্থিক সূচকে আগের মতোই শক্ত অবস্থানে।

এরই মধ্যে ব্যাংকটিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক সলিডারিটি ফান্ড ও ওয়াকফ এসআইবিএলের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা প্রতিষ্ঠান। তবে এখন সংস্থাটি এসআইবিএলে বিনিয়োগ বাড়িয়ে পরিচালনায় আসতে চায়।

মার্চ শেষে ব্যাংকটির সম্পদ দাঁড়িয়েছে ২৭ হাজার ২৮৫ কোটি টাকা। ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৩৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ২১ হাজার ৪ কোটি টাকা। একই সময়ে আমানতের পরিমাণ ছিল ২২ হাজার ৮৭৪ কোটি টাকা। ২০১৭ সালে ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১