বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জুন ২০১৮

গানের মানুষ গাজী মাজহারুল আনোয়ার

গাজী মাজহারুল আনোয়ার সংরক্ষিত ছবি


গাজী মাজহারুল আনোয়ার। জনপ্রিয় গীতিকার, সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। দীর্ঘ ক্যারিয়ারে এই গুণী ব্যক্তিত্ব অর্জন করেছেন একুশে পদকসহ অসংখ্য সম্মাননা। এখন পর্যন্ত তিনি ২৪ হাজারের বেশি গান রচনা করেছেন। বিবিসি বাংলার তৈরি করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের মধ্যে রয়েছে তার লেখা তিনটি গান।

১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন গাজী মাজহারুল আনোয়ার। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে। এ বছর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখায়ও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১টি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১