বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুন ২০১৮

এই দিনে

নিউইয়র্ক টাইমসের প্রতিনিধি সিডনি শ্যানবার্গ ছবি : ইন্টারনেট


৬৫৬ : ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.) খেলাফত লাভ করেন।

১২৯৪ : সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতাড়ন করা হয়।

১৭১৭ : নবাব মুর্শিদ কুলি খানের ইন্তেকাল।

১৮৫৫ : ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।

১৮৯৩ : রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জোসেফ ল্যাস্কির জন্ম।

১৯৫৭ : লোককথা সংগ্রাহক ও লেখক দক্ষিণারঞ্জন মিত্রের মৃত্যু।

১৯৭১ : নিউইয়র্ক টাইমসের প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়।

১৯৯১ : দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।

২০০২ : লোকসানের অজুহাতে বিশ্বের সবচেয়ে বড় আদমজী জুট মিল বন্ধ করে দেওয়া হয়।

 

আদমজী জুট মিল 

আদমজী জুট মিল ১৯৫০ সালে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে স্থাপিত হয়। কয়েক বছরের মধ্যে মিলটি পরিণত হয় বিশ্বের সর্ববৃহৎ পাটকলে। ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় বাংলায় ১০৮টি পাটকল ছিল, কিন্তু সব পাটকল ছিল ভারতে। পাকিস্তান সরকার দেশে মুসলিম শিল্পোদ্যোক্তাদের পাটকল স্থাপনে উৎসাহিত করে। প্রস্তাব অনুযায়ী ১৯৪৯ সালে আদমজী ব্রাদার্স শেয়ার মূলধনের শতকরা ৫০ ভাগ পরিশোধ করে এবং অবশিষ্ট ৫০ ভাগ শেয়ার মূলধন পাকিস্তান ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট করপোরেশন (পিআইডিসি) প্রদান করে। এ মিল নির্মাণের জন্য ২২৭ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৫৫ সালের জুন মাসে মিলটির উৎপাদন শুরু করার জন্য ৩,০০০টি লুম ও ৩১,২০০টি টাকু বসানো হয়। মিলটি মুক্তিযুদ্ধের পর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য হয় এবং ১৯৭২ সালে এর মালিকানা ও ব্যবস্থাপনা বাংলাদেশ জুট মিলস করপোরেশনের ওপর ন্যস্ত হয়। ১৯৭২ সালে মিলটি জাতীয়করণের পর বিভিন্ন সমস্যার উদ্ভব হয়। দুর্নীতি, লুটপাটের কারণে শুরু হয় অব্যাহত লোকসান। অবশেষে সরকার ২০০২ সালের ৩০ জুন ঐতিহাসিক আদমজী জুট মিল বন্ধ করে দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১