বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুন ২০১৮

হত্যাকাণ্ডের ৭ মাস পর শরীরের ৪২ অংশ উদ্ধার 

ময়মনসিংহ ম্যাপ সংরক্ষিত ছবি


টাকা ভাগবাটোয়ারা নিয়ে গত বছর ৬ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়ায় খুন হন রিকশাচালক আলম। প্রধান আসামি সাদ্দাম গ্রেফতার হওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিয়ে মরদেহ উদ্ধারে অভিযানে নামে পুলিশ বু্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। গতকাল শুক্রবার দুপুর ২টা নাগাদ টানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে স্থানীয় বড়বিলা নদীর গুদারাঘাটের কচুরিপানার নিচ থেকে আলমের মাথা, হাড়সহ শরীরের ৪২টি অংশ উদ্ধার করে তারা। এরপরই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে পিবিআই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলম হত্যাকাণ্ডের ঘটনায় তার মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত চাঞ্চল্যকর এ মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেয়। পরে মামলার অন্যতম প্রধান আসামি সাদ্দাম গ্রেফতার হলে হত্যা রহস্যের জট খুলতে শুরু করে। বেরিয়ে আসে মরদেহ।

পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ রবিউল হোসেন জানান, গত বছরের ৬ নভেম্বর ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে আলমকে গাজীপুরের মাওনা থেকে খবর দিয়ে ফুলবাড়িয়ায় নিসে আসে আসামিরা। এখানকার বাবুগঞ্জ বাজারের বড়বিলা নদীর তীরে সাদ্দাম, জুলহাস ও রুহুল আমিনসহ কয়েকজন আলমকে হত্যা করে। মরদেহ কচুরিপানার নিচে ডুবিয়ে রাখে।  তিনি আরো জানান, নিহত আলম ও হত্যাকারী সাদ্দামসহ অন্যরা মোটরসাইকেল ও অটোরিকশা চোর চক্রের সদস্য ছিল।  

পিবিআই ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন আলম হত্যাকাণ্ড ছাড়াও পিবিআই এ পর্যন্ত আলোচিত আরো ১৬টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১