বাংলাদেশের খবর

আপডেট : ০১ জুলাই ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি

খালেদার সাজা বাড়াতে দুদকের আপিল শুনানি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংরক্ষিত ছবি


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে বিএনপিপ্রধান খালেদা জিয়াসহ অপর দুই সাজাপ্রাপ্ত আসামির দায়ের করা আপিলের একসঙ্গে শুনানির আবেদন সুপ্রিম কোর্ট  মঞ্জুর করেছেন। গতকাল শনিবার বাংলাদেশের খবরকে এ কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশিদ আলম খান। আগামী ৩ জুলাই খালেদা জিয়ার আপিল শুনানির নির্ধারিত দিনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় স্থান পেয়েছে। সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন- সাবেক বিএনপি এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

দুদকের কৌঁসুলি জানান, ইতঃপূর্বে হাইকোর্টের নির্ধারিত বেঞ্চ শুধু বিএনপি নেত্রী খালেদা জিয়ার আপিলের শুনানি করতে সম্মত হয়েছিলেন। দুদকের সাজা বাড়ানোর আবেদন ও দুই সাজাপ্রাপ্ত আসামির খালাসের আবেদনের শুনানি করতে রাজি হননি। দুদকের কৌঁসুলি বিষয়টি একত্রে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানালে তা মঞ্জুর করা হয়। দুদকের কৌঁসুলি জানান, দুদকসহ অপর দুই আপিলের শুনানি একত্রে হবে কি না তার ওপর আদেশ হবে আজ রোববার।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন প্রবাসী তারেক রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদসহ পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ কোটি ৭০ হাজার টাকা অর্থদণ্ডও দেন আদালত। রায়ের পর থেকে খালেদা জিয়া কেন্দ্রীয় কারাগারে আছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১