বাংলাদেশের খবর

আপডেট : ০২ জুলাই ২০১৮

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ২ পাইলট নিহত

লোগো বাংলাদেশ বিমান বাহিনী সংরক্ষিত ছবি


রবিবার রাতে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পানিতে পড়লে স্কোয়াড্রন র‌্যাংকের দুইজন পাইলট নিহত হন বলে আইএসপিআর এক মুখপাত্র জানান।

‘আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মি বাসসকে জানান, নিহত দুই পাইলট হলেন- স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ। তারা বিএস মতিউর রহমান বিমানঘাটি থেকে রাতের প্রশিক্ষণে অংশ নিতে উড্ডয়ন করার পর এই দুর্ঘটনা ঘটে। এসময় দুই পাইলট নিহত হন।’

তিনি বলেন, জে-৮ডব্লিও মডেলের উড়োজাহাজটি যশোরের কাছে বুক ভরা বাওড়ে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি উদ্ধারের কাজ চলছে এবং দুর্ঘটনা তদন্ত করার জন্য উচ্চস্তরের একটি কমিটি গঠন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১