বাংলাদেশের খবর

আপডেট : ০৩ জুলাই ২০১৮

১৩ ফুটবলারের খোঁজ মিলেছে ৯ দিন পর

থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া ১২ শিশু ছবি ইন্টারনেট


নয় দিন পর থাইল্যান্ডের একটি গুহায় হারিয়ে যাওয়া সেই ১২ খুদে ফুটবলার আর তাদের কোচের হদিস মিলেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সবাই বেঁচে আছে; নিরাপদে আছে।  উদ্ধারকারীরা এখন তাদের বের করে আনার চেষ্টা করছেন।

গত ২৩ জুন চিয়াং রাই প্রদেশের একটি গুহায় প্রবেশ করে ফুটবল টিমের সদস্য ও তাদের কোচ।  এরপর ভারী বর্ষণ আর কাদার কারণে থাম লুয়াংয়ের প্রবেশমুখ বন্ধ হয়ে যায়।  ভেতরে আটকা পড়ে তারা।

কিন্তু তাদের সবাইকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও এখন তাদের সবাইকে গুহার ভিতর থেকে বাইরে বের করে আনাটা আরেকটা চ্যালেঞ্জ। কারণ তাদের পানির নিচে দিয়ে আনতে হবে।

২৪ শে জুন বৃষ্টির পানিতে গুহার মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।  প্রবল বৃষ্টিপাতে উদ্ধারকাজ ব্যাহত হতে থাকে। তখন পানি তোলার পাম্প বসানো হয় ও রোবট ব্যবহার করা হয়। এরপর উদ্ধারকারীরা পায়ের ছাপ আবিষ্কার করে কিন্তু ছেলেদের কোনো চিহ্ন পায়নি।

বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকারীরা গুহায় ঢোকার অন্য রাস্তা খুঁজতে লাগলো। উদ্ধারকারীরা রীতিমত সময়ের সাথে যুদ্ধ করেছে যাতে করে ভিতরে পানির উচ্চতা বেড়ে না যায়।

কিন্তু গুহায় ঢোকার প্রধান প্রবেশ পথটি বৃষ্টির কারণে একেবারে প্রবেশের অযোগ্য হয়ে পরে।

এরপর খোঁজা শুরু হয় একটা চিমনি'র। গুহার উত্তর দিকে একটা প্রাকৃতিক চিমনি আবিষ্কার করা হয়। ২৯শে জুন গুহার ভিতরে বন্যার পানি কমতে শুরু করে। উদ্ধার-কর্মীদের এটাই সুযোগ করে দেয় ভেতরে ঢোকার, আশা বাড়তে থাকে।

এরপর সোমবার রাতে খবর আসে, তাদের সবাইকে জীবিত এবং নিরাপদ অবস্থায় পাওয়া গেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১