বাংলাদেশের খবর

আপডেট : ০৩ জুলাই ২০১৮

বান্দরবানে পাহাড় ধসে নিহত ৪

বান্দরবানে পাহাড় ধসে এক নারীর ছবি সংরক্ষিত


টানা বৃষ্টির মধ্যে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড় ধসে নারী-শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়াছড়া এলাকার মোহাম্মদ হানিফ, তার স্ত্রী রেজিয়া বেগম (২৫) ও শিশু মেয়ে হালিমা আকতার (৩)। এছড়া জেলা শহরের কালাঘাটায় প্রতিমা রাণী (৫০) নামের এক নারীর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়াছড়া এলাকায় আজ দুপুর সাড়ে ১২টার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় মাটির তৈরি ঘরের নিচে চাপা পড়ে শিশুসহ একই পরিবারের তিনজন। খবর পেয়ে পুলিশসহ স্থানীয়রা মাটির নিচ থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

এদিকে আজ মঙ্গলবার দুপুরে জেলার কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় পাহাড় ধসে প্রতিমা রানি দে (৪০) নামের এক নারীর মৃত্যু হয়। এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিমা রানি  কালাঘাটা তিন নম্বর ওয়ার্ডের মিলন দাসের স্ত্রী। 

জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, সোমবার রাত থেকেই জেলায় ভারি বৃষ্টি চলছে। বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ায় এ ঘটনা ঘটেছে। 

গত বছর ১১ থেকে ১৩ জুন ভারি বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় অন্তত ১৫৬ জনের মৃত্যু হয়।  এর মধ্যে বান্দরবানে মৃত্যু হয় ৬ জনের।

 

 

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১