বাংলাদেশের খবর

আপডেট : ০৪ জুলাই ২০১৮

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘স্পেস ইনোভেশন সামিট’

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘স্পেস ইনোভেশন সামিট’ ছবি সংরক্ষিত


দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘স্পেস ইনোভেশন সামিট’। মহাকাশ বিজ্ঞান, ন্যানোস্যাটেলাইটসহ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনে তরুণদের আগ্রহী করে তুলতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এ সামিটের আয়োজন করতে যাচ্ছে।

আগামী ২১ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ সামিটে থাকবে একটি কর্মশালা এবং সাতটি কারিগরি সেমিনার। ১৮ জন দেশি-বিদেশি বক্তা এসব সেমিনার ও কর্মশালায় বক্তব্য দেবেন। এছাড়া সামিটে থাকবে মহাকাশ গবেষণা-সংক্রান্ত যন্ত্রপাতি নিয়ে একটি প্রদর্শনী।

কর্মশালায় অংশ নেওয়া ৩০ জনকে হাতে-কলমে ন্যানোস্যাটেলাইটের (ক্যান স্যাট) ওপর প্রশিক্ষণ দেওয়া হবে, যার পরিচালনায় থাকবে ব্র্যাক অন্বেষা টিম।

ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নেওয়ার বিষয়ে বিস্তারিত জানা যাবে bif.org.bd ওয়েবসাইট থেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১