বাংলাদেশের খবর

আপডেট : ০৫ জুলাই ২০১৮

সর্বাধিক দর বেড়েছে শাহজিবাজার পাওয়ারের

শাহজিবাজার পাওয়ার কোম্পানির লোগো ছবি সংরক্ষিত


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সর্বাধিক দর বেড়েছিল শাহজিবাজার পাওয়ারের। গতকাল এ কোম্পানিটির শেয়ার দর বেড়েছিল ৮ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। ডিএসই ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আজ কোম্পানিটির ৪ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শাহজিবাজার পাওয়ার ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৬ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৮ পয়সা। আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৪৯ পয়সা।

জুলাই-১৭-মার্চ-১৮ সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৮৭ পয়সা।

আজ কোম্পানিটির পিই রেশিও ছিল ১৭ দশমিক ১৪। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

ডিএসইর ’এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬১ কোটি টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১