বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুলাই ২০১৮

ঢাকা মহানগর যুবদলের ৮ কমিটি

লোগো জাতীয়তাবাদী যুবদল সংরক্ষিত ছবি


ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৮ থানার আংশিক কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের ৮টি থানার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন করেছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন।

থানা কমিটিগুলো হলো মুগদা, কোতোয়ালি, যাত্রাবাড়ী, গ্লোরিয়া, কদমতলী, ডেমরা, শ্যামপুর ও ধানমন্ডি। কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এ ৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কোনোটির আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। নির্বাচিতরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নবগঠিত কমিটিতে মুগদা থানার সভাপতি মো. আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক কাজী জুয়েল, কোতোয়ালি থানার সভাপতি ইমরানুল ইসলাম ওয়াহিদ, সাধারণ সম্পাদক সহিদ আহমেদ খান, যাত্রাবাড়ীর সভাপতি জামশেদুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক সদরুল আলম শেখর, গ্লোরিয়ার আহ্বায়ক ওমর নবী বাবু, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নয়ন, কদমতলীর আহ্বায়ক মো. বাবুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ডেমরার আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া, শ্যামপুরের আহ্বায়ক জামাল উদ্দিন জামাল, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন এবং ধানমন্ডির আহ্বায়ক আরমান আহমেদ এলিন ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১