বাংলাদেশের খবর

আপডেট : ০৮ জুলাই ২০১৮

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা

ঢাবিতে শিক্ষকদের পদযাত্রা

‘নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দের’ ব্যানারে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্যাম্পাসে পদযাত্রা বের করেন ছবি : সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষকরা পদযাত্রা করে শহীদ মিনার পর্যন্ত যান। সেখানে গণমাধ্যমের সাথে কথা বলেন শিক্ষকরা। শিক্ষার্থীদের ওপর যে কোন ধরণের হামলার নিন্দা জানান তারা।

কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ও অবিশ্বাস্য। এটা পাকিস্তান বা ব্রিটিশ আমলে ঘটেনি।

এসময় শিক্ষকরা বলেন, আলোচনার ভিত্তিতে কোটা ইস্যুতে সৃষ্ট জটিলতা সমাধান সম্ভব। এদিকে কোটা আন্দোলনকারীদের মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনে মানববন্ধন শুরু হয়ে শেষ হয়ে ১১টার দিকে। এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারী রাশেদ, নূর ও ফারুকের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১