বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জুলাই ২০১৮

জাপানে বন্যা ও ভূমিধসে মৃতের সখ্যা বেড়ে ৯৭

জাপানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ছবি : এনএইচকে


জাপানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৭ দাঁড়িয়েছে। এছাড়া ৫৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে দেশটির টিভি চ্যানেল এনএইচকের অনলাইনে বলা হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিরোশিমা এলাকা। এখানে মারা গেছেন ৩৮ জন। এ ছাড়া ইহাইম অঞ্চলে মারা গেছেন ২২ জন।


দেশটির সংবাদ মাধ্যম জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে হিরোশিমা এলাকার মিহোরা দাইনি জুনিয়র হাই স্কুলে জরুরি ভিত্তিতে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে।
মিহারা এলাকায় বন্যায় আটকা পড়া ইউমেকো মাতসুই জানান, শনিবার থেকে তিনি পানি খেতে পারেননি। টয়লেট করা যাচ্ছে না। খাবারও ঠিক মতো সরবরাহ হয়নি।
এদিকে বন্যা কবলিত অঞ্চলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে তাপদাহের আশঙ্কা করা হচ্ছে।
হিরোশিমা ছাড়াও ওকায়ামা, হিয়োগো, কিয়োতো, শিগা, ফুকুওকা, কোচি, গিফু, ইয়ামাগুচি, সাগা ও কাগাশিমা অঞ্চলেও মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক দিনের টানা ভারি বর্ষণে সৃষ্ট এই ভয়াবহ দুর্যোগে উদ্ধারকর্মীদের দ্রুততম সময়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১