বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জুলাই ২০১৮

হজের প্রথম ফ্লাইট ১৪ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত ছবি


চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব যাবে আগামী ১৪ জুলাই। ওইদিন হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর তিন দিন আগে ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন।

হজ ফ্লাইটের উদ্বোধনী দিনে দুটি ফ্লাইটে সরকারিভাবে ৮২১ হজযাত্রী সৌদি আরব যাবেন। হজের শেষ ফ্লাইট ১৫ আগস্ট।

সংশ্লিষ্টরা জানান, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে যাবেন। আগামী ১৪ জুলাই হজের প্রথম ফ্লাইট এবং হজের শেষ ফ্লাইট ১৫ আগস্ট। হজ শেষে ফিরতি প্রথম ফ্লাইট ২৭ আগস্ট এবং ২৫ সেপ্টেম্বর ফিরতি শেষ ফ্লাইট।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের ভিসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। এ ছাড়া প্রথম দিনের ফ্লাইটের সব যাত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে ১০ জুলাই হজ ক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করতে কাজ চলছে। তবে ১৪ জুলাই সকালে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ১৩ জুলাই রাত সাড়ে ১২টার দিকে বেসরকারি একটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১