বাংলাদেশের খবর

আপডেট : ০৯ জুলাই ২০১৮

রয়টার্সের দুই সাংবাদিকের বিচার শুরু করল মিয়ানমার

রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বিষয়ে সংবাদ সংগ্রহের কারণেই মূলত তাদের আটক করা হয় ছবি : ইন্টারনেট


মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় ছয় মাস আগে গ্রেফতার করা রয়টার্সের দুই সাংবাদিকের বিচার শুরু করেছে দেশটির আদালত। ইয়াংগনের জেলা আদালত সোমবার রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ওর (২৮) বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরুর আদেশ দেন। ওই আইনে দোষী সাব্যস্ত করা হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

রয়টার্সের দুই সাংবাদিক সোমবারও আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন বলে জানা গেছে।

রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বিষয়ে সংবাদ সংগ্রহের কারণেই মূলত তাদের আটক করা হয়। দেশটির সরকার বলছে তারা অবৈধ উপায়ে গোপন তথ্য সংগ্রহ করে তা প্রকাশের চেষ্টা করেছিলেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর জাতিগত নিধনে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১