বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুলাই ২০১৮

বিমানবন্দরেই গ্রেফতার হবেন নওয়াজ-মরিয়ম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ ছবি : ইন্টারনেট


দেশে ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে গ্রেফতার হবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। আদালতের নির্দেশেই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির আইন ও তথ্যমন্ত্রী আলী জাফর। দুর্নীতিবিরোধী আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করতে আগামী ১৩ জুলাই তাদের দেশে ফেরার কথা রয়েছে। খবর ব্লুমবার্গ।

গত রোববার লাহোর প্রেস ক্লাবে সাংবাদিকদের তথ্যমন্ত্রী জানান, আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার কোনো ইচ্ছা নেই তত্ত্বাবধায়ক সরকারের। আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করতে হলে অবশ্যই আপিল করতে হবে। দেশের মাটিতে নামার আগে নওয়াজ শরিফ ও মরিয়ম জামিন না পেলে তাদের গ্রেফতার করা হবে।

নওয়াজ শরিফ পরিবারকে গ্রেফতারে ২৫ জুলাইয়ের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান। পাকিস্তানের এবারের নির্বাচনকে দেশটির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে রওয়ালপিন্ডিতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএনবি) কাছে আত্মসমর্পণ করেছেন নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন সফদার।

মরিয়ম নওয়াজ এক টুইটবার্তায় জানান, বাবার সঙ্গে তিনি লাহোরে আসবেন। বর্তমানে শরিফ দম্পতি যুক্তরাজ্যে অবস্থান করছেন চিকিৎসা সংক্রান্ত কাজে। দীর্ঘ দিন ধরেই নওয়াজ শরিফের স্ত্রী ক্যানসারে ভুগছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১