বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুলাই ২০১৮

সেপটিক ট্যাঙ্কে প্রাণ গেল দুই ভাইসহ ৩ জনের

সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দুই ভাইসহ তিনজনের মৃত্যু সংগৃহীত ছবি


গাজীপুরে গতকাল সোমবার সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দুই ভাইসহ তিনজন মারা গেছেন। জেলার টঙ্গীতে নির্মাণাধীন একটি চারতলা ভবনের ওই সেপটিক ট্যাঙ্কটি পরিষ্কার করতে নামলে তারা এ দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন আতিক (২৫), শাহিন (২৮) ও ফারুক (২২)। এর মধ্যে আতিক ও শাহিন আপন দুই ভাই।

এলাকাবাসী জানান, টঙ্গীর পূর্ব ব্যাংকপাড়া এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে ভেতরে নামলে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে নিকটস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

টঙ্গী থানার এসআই আশরাফুল হাসান জানান, প্রথমে এক শ্রমিক সেপটিক ট্যাঙ্কে নামেন। অনেক সময় ধরে তিনি উঠছিলেন না বলে আরেকজন নামেন। এরপর তৃতীয়জনও নামেন। পরে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে ছুটে যায়। তবে তার আগেই স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে যায়। দমকল কর্মীরা সেখানে অনসুন্ধান চালিয়ে আর কাউকে পায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১