বাংলাদেশের খবর

আপডেট : ১০ জুলাই ২০১৮

কানাডায় তাপদাহে মৃতের সংখ্যা ৭০

কুইবেকে প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে ছবি সংগৃহীত


কানাডার পূর্বাঞ্চলীয় রাজ্য কুইবেকে প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় এএফপিকে জানায়, মন্ট্রিলে নতুন করে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে তাপদাহে ৫৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিলো।

জুলাইয়ের প্রথমদিক থেকে কানাডার পূর্বাঞ্চলের উপরদিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও কেবলমাত্র কুইবেকে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে।

এর আগে ২০১০ সালে মন্ট্রিল অঞ্চলে প্রচন্ড তাপদাহে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১