বাংলাদেশের খবর

আপডেট : ১১ জুলাই ২০১৮

‘চট্টগ্রামে জামান হোটেলে মরা মুরগির গ্রিল’

মরা মুরগির গ্রিল ও বিভিন্ন খাবার তৈরির অভিযোগে জরিমানা প্রতীকী ছবি


মরা মুরগি দিয়ে গ্রিল ও বিভিন্ন খাবার তৈরির অভিযোগে নগরীর মুরাদপুরে অবস্থিত হোটেল জামানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

শিরীন আক্তার বলেন, মরা মুরগি কম দামে সংগ্রহ করে জামান হোটেল কর্তৃপক্ষ গ্রিল ও রান্না করে বিক্রি করে আসছিল। মঙ্গলবার প্রায় পচে সাদা হওয়া বেশ কিছু মরা মুরগি ওই হোটেলে দেখা যায়। এ সময় হোটেল কর্মচারীরা মরা মুরগি বিক্রির কথা স্বীকার করেন। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১