বাংলাদেশের খবর

আপডেট : ১১ জুলাই ২০১৮

হল মার্ক চেয়ারম্যান জেসমিনের ৩ বছরের কারাদণ্ড

হল মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ছবি সংগৃহীত


সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে করা মামলায় হল মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি জেসমিন ইসলাম।

কারাদণ্ডের পাশাপাশি জেসমিন ইসলামকে ২০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। এ জরিমানার অর্থ সাত দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আর তার সাজা থেকে হাজতবাসকালীন সময় বাদ যাবে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১৩ নভেম্বর জেসমিন ইসলামকে স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায় দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী কমিশনে জমা দিতে বলা হয় কমিশন থেকে। পরে সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী। সময় বাড়ানোর পরও জেসমিন ইসলাম তার সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেননি।

২০১৪ সালের ২২ অক্টেবর আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১